আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৬
এস.এম.মনির হোসেন জীবন- চেয়ারে বসাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় থানা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামীগের ত্রি- বার্ষিক সম্মেলনে দ্বিমুখি সংঘর্ষে অন্তত ১৮/২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে আহত আশিককে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করা হয়েছে।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে উত্তরা পশ্চিম থানার উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এই হামলা ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, সম্মেলনে চেয়ারে বসা কে কেন্দ্র করে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এবং উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় স্টেজে থাকা প্রায় দেড় থেকে দুইশত চেয়ার ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা। হামলা এবং মারামারির ঘটনায় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সফিকুল ইসলাম মুক্তা, দলের কর্মী আশিক মাহমুদ আশিকসহ কমপক্ষে বিশ জন কর্মী ও সমর্থক হয়েছেন। এদের মধ্যে আহত আশিককে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নজরুল শেখ ও সোহেল রানা জানান, সম্মলনে জায়গা দখল ও চেয়ারে বসাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় অন্তত ১৮/২০ জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।
সম্মেলন চলাকালে ঢাকা ১৮ আসনের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ছোট-বড় মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগদান করেন। এসময় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম মুক্তার নেতৃত্বে একটি মিছিল মঞ্চের পাশে এসে চেয়ারে আসন গ্রহণ করেন। এসময় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল আমিন নুরু এবং কবির হাসানের নেতৃত্বে একটি মিছিল আসলে তখন বসার জায়গা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি এবং বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম মুক্তার এক কর্মীর পা ভেঙ্গে যায় এবং সম্মেলনে থাকা প্রায় ১৫০/২০০ চেয়ার ভেঙ্গে ফেলেছে দুই গ্রুপের সমর্থকরা। গুরুতর আহত ওই কর্মীর নাম আশিক বলে জানা গেছে। মাহামুদ আশিক বর্তমানে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন এ ঘটনায় কমপক্ষে ১৮/২০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। তখন খবর পেয়ে ঘটনাস্হলে উপস্হিত হন উত্তরা পশ্চিম থানার একদল পুলিশ সদস্য। পরে তারা ঘটনাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম মুক্তা বলেন, আমার কর্মীরা যখন চেয়ারে বসেন তখন সাদা গেঞ্জি পরিহিত কবির হাসানের লোকজন আমার কর্মীদের উপর হামলা চালায়। এতে করে অন্তত ২০ জন কর্মী ও সমর্থক আহত হয়। এদের মধ্যে একজন কর্মীর পা ভেঙে যায়। বর্তমানে সে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি এই হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি নিকট বিচার দাবি করছি।
এবিষয়ে জানতে আওয়ালীলীগ নেতা নুরুল আমিন হাসান ও কবির হাসানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ চেষ্টা করে তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে।
এদিকে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠান শুরুর আগে একটা ঘটনা ঘটেছিল। পরে সেটা সমাধান হয়েছে। তেমন বড় কোন ঘটনা ঘটেনি। আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আছি।
ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি বলেন, আমি ঘটনাটি শুনেছি, দেখি না। এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |