- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তিন শতাধিক লোকের বিরুদ্ধে অভিযোগ-এলাকায় আতংক
রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তিন শতাধিক লোকের বিরুদ্ধে অভিযোগ-এলাকায় আতংক
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভি এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিতে এক শিশু ( ১ বছর) মৃত্যু হয়। নিহত শিশুটির নাম সুরাইয়া আক্তার।সে মীরডাঙ্গী দিঘির পাড় গ্রামের বাদশা আলমের মেয়ে।
পরে গত ২৮ জুলাই রাতে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক খবিবর রহমানকে থানায় ডেকে নেওয়া হয়। তিনি থানায় বসে ঐ ঘটনার প্রেক্ষিতে বাদি হয়ে অজ্ঞাত নামা ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে ওই এলাকায় গ্রাম বাসিদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। অনেকে বাড়ি ঘর ছেরে অনত্র পালিয়ে গেছেন।
প্রসঙ্গত উক্ত দিনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে। এ সময় উত্তেজিত লোকজন পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় একজন পুলিশ আহত হয়। তাঁরা পুলিশসহ নির্বাচন কর্মকর্তাদের ঘেরাও করে রাখে।পুলিশ প্রিজাইডিং অফিসারসহ সকলকে ঘটনাস্থল থেকে বের করে দেয়। পরবর্তী উত্তেজিত বেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিতে ভোট কেন্দ্রের বাইরে মায়ের কোলে থাকা শিশুটির মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে সে মারা যায়।
এনিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসি মিছিল নিয়ে এসে থানা ঘেরাও করে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে কিছু লোকজন রাস্তায় ওসিসহ পুলিশকে আটক করে রাখে।পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে।
থানায় অভিযোগের বিষয়ে ওসি এসএম জাহিদ ইকবাল বলেন,ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদি হয়ে তিন শতাধিক অজ্ঞাতনামা প্রায় সাড়ে তিন শত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ এখনো মামলা হিসেবে রেকর্ড ভুক্ত হয়নি।
জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে কিন্তু মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ নিয়ে এলাকায় আতংকের বিষয়ে এস পি বলেন,কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেদিকে আমরা লক্ষ্য রাখবো।
Please follow and like us:
20 20