আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০২
শরীয়তপুর প্রতিনিধি: “সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রবিবার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার (১ আগস্ট ২০২২) বিকালে শরীয়তপুর শহরের ধানুকা স্টেডিয়াম এলাকায় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে সরকারি কলেজের কাছে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, সি. সহ-সভাপতি কাজল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্যে আমিনুর রহমান আমান বলেন, ভোলায় এ হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। ১নং ছবির ক্যাপশন: ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যার প্রতিবাদে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |