আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৪
ঢাকার ধামরাইয়ের কালামপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রির টাকা নিয়ে অটোরিকশায় দিয়ে ধামরাই সদরে বাসায় ফেরার পথে র্যাবের পোশাক পরে আহসান বাদল (৪০) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অস্ত্রের মুখে প্রাইভেট কারে তুলে ৪ লাখ ৫৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় ধামরাই-কালামপুর সড়কে এ ঘটনা ঘটে। রাতেই ওই ভুক্তভোগী ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাই পৌরসভার বরাতনগর মহল্লার মৃত মাহাবুবুর রশিদের ছেলে ব্যবসায়ী আহসান বাদল গতকাল মঙ্গলবার বিকেলে তার নিজের জমি বিক্রি করে কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামন থেকে অটোরিকশায় বাসায় রওনা হন।
ভুক্তভোগী আহসান বাদল বলেন, কালামপুর বাজার থেকে ২০০-৩০০ গজ পূর্ব পাশে যাওয়া মাত্র একটি প্রাইভেট কার তার অটোরিকশা ব্যারিকেড দেয়। এসময় প্রাইভেট কার থেকে র্যাবের পোশাক পরিহিত চার ব্যক্তি তাকে জোর করে হ্যান্ডকাফ পরিয়ে প্রাইভেট কারে তুলে চোখ বেঁধে ফেলে। এরপর অস্ত্র ঠেকিয়ে তাকে মারধর করে সঙ্গে থাকা জমি বিক্রির ৪ লাখ ৫৪ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায় সেখান থেকে ৩-৪ কিলোমিটার পশ্চিমে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের পাশে ফেলে দুর্বৃত্তরা মানিকগঞ্জের দিকে পালিয়ে যায়। পরে ওই ভুক্তভোগী ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, ধামরাইয়ের কালামপুর এলাকায় ব্যাপক হারে অপরাধ প্রবণতা বেড়েছে। প্রতিনিয়িতই হচ্ছে চুরি, ছিনতাই , অপহরণ ও ডাকাতির ঘটনা। আইন প্রয়োগকারী সংস্থার জোর তৎপরতা না থাকার কারণে এসব ঘটনা ঘটছে বলে জানান তারা। এসব ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, র্যাব পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |