আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৯
এস.এম.মনির হোসেন জীবন -:-রাজধানীর মহাখালীত দায়িত্ব পালনকালে বিকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল আজিজ মোল্লা (৪৫)।
নিহত আবদুল আজিজ ঢাকা মহানগর গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় ঘাতক বাস চালক মো, সুজনকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
বনানী থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে আব্দুল আজিজের মৃত্যু হয়। এর
আগে বুধবার বিকেলে মহাখালী ফ্লাইওভারের ঢালে সেতু ভবনের বিপরীত পাশের প্রধান সড়কে বিকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাস বেপরোয়া গতিতে এসে রাস্তায় ডিউটিরত এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ
জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-০৬৯৯) যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে ও পায়ে মারাত্মকভাবে জখম প্রাপ্ত হন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি নিজে ও সার্জেন্ট গোলাম রাব্বানী তাৎক্ষণিকভাবে
গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার পর সেখান থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স যোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে আনা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষ করে রাতে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও মহাখালী ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ পরিবহনের ঘাতক বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনার পর কৌশলে ঘাতক বাসচালককে রাতে উত্তরার আব্দুল্লাহপুর থেকে আটক করা হয়।
এদিকে, বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পুলিশ সদস্য আব্দুল আজিজ মোল্লার গ্রামের বাড়ি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন এবং গুলশান ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
এদিকে, বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া আজ বৃহস্পতিবার জানান, এঘটনায় ঘাতক বাস চালক মো, সুজনকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়। জিঙাসাবাদ শেষে আসামী ও বাস চালককে আজ আদালতে পাঠানো হবে। এঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |