আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৯
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক (এডি) আব্দুল্লাহ আল সামী নিজেই ঠিকাদার। অফিসের বিভিন্ন কাজ তিনি অন্য একটি লাইসেন্সে হাতিয়ে নিচ্ছেন। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। একজন সরকারী কর্মকর্তা ঠিকাদারী করতে পারেন কিনা এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থবছরের সরকারি প্রতিবন্ধি বিদ্যালয় মেরামত উপখাতে ৩২ লাখ টাকা থেকে ২৯ লাখ ৯৭ হাজার ৬৫৫ টাকার ৪টি সংস্থান বিভাজনে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হয়, যার স্মারক নং
৪১.০১.০০০০.০৬৬.২৬.৪০৬.২০২১.৮২১৩। এরমধ্যে ঝিনাইদহের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি বিদ্যালয়ের ডরমিটরি ভবন মেরামত কাজ রয়েছে। এই বরাদ্দে প্লাস্টার, ভিতরের প্লাস্টিক পেইন্ট, বাইরে ওয়েদারকোট, দরজা-জানালা ও গ্রীলে এনামেল কোট, পয়-প্রণালী ও পানি সরবরাহ লাইন মেরামত, সেনিটারি ফিটিংস ফিকচার পরিবর্তন, সেফটিক ট্যাংক ও শোকওয়েল পরিষ্কারের কাজ বাবদ ৪ লাখ ৯৮ হাজার ৯৭৪ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া অফিস ভবন মেরামতের জন্য ৪ লাখ ৯৯ হাজার ৪৯০ টাকা বরাদ্দ দেয়া হয়। ওপেন টেন্ডারে স্বচ্ছ ভাবে এই কাজ না করে রাশেদুর রহমান নামে এক ঠিকাদারের লাইসেন্সে দিয়ে এই কাজ নিজেই করছেন এমআরইসি কমিটি সভাপতি ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রাশেদুর রহমান রাসেল জানান, তার লাইসেন্স নিয়ে অনেক থেকেই সমাজসেবার কর্মকর্তারা কাজ করেন। সেবা মূলক প্রতিষ্ঠান বলে তিনি এই কাজ থেকে কোন লভ্যাংশ বা কমিশন নেন না। কখন কিসের কাজ আসলো বা কোন কাজে তার লাইসেন্সে সিডিউল ড্রপ হলো তিনি খোঁজ রাখেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি কেন্দ্রের কয়েক জন কর্মচারী জানিয়েছেন এই কাজ এডি স্যার নিজে করছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ জানান, ঠিকাদারের মাধ্যমেই এই কাজ করার কথা। এডি সাহেব তো এই কমিটির সভাপতি তিনি নিজে কি ভাবে করেন তা আমার অজানা। এদিকে একজন সরকারি কর্মকর্তা কি ভাবে ঠিকাদারি কাজ করতে পারেন এমন প্রশ্ন করলে উপ পরিচালক কোন উত্তর দিতে পারেননি। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী জানান, এই কাজ ঠিকাদারের লাইসেন্সেই হচ্ছে। তিনি নিজে কি ভাবে এই কাজ করছেন প্রশ্ন œকরলে তিনি এড়িয়ে যান। সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সংযুক্ত) মোঃ তরিকুল ইসলাম জানান, আমি মাত্র ৩ দিন আগে যোগদান করেছি। এ বিষয়ে কিছুই জানিনা। উল্লেখ্য এর আগে সহকারী পরিচালক সামির বিরুদ্ধে বেদে স¤প্রদায়ের বিভিন্ন প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ ওঠে। বাড়ি ঝিনাইদহে হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে তিনি একের পর এক অনিয়ম করে গেলেও থাকছের ধরা ছোয়ার বাইরে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |