আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১১
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : রেলওয়ে পশ্চিম জোনের আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম অবশেষে অবৈধ দোকানপাট মুক্ত হয়েছে। শান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আযম, রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর ইন্সপেক্টর নূর এ নবীর নেতৃত্বে পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা গত বুধবার অভিযান চালিয়ে এ প্লাটফরম দোকানমুক্ত করেন। ফলে ট্রেন যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনে ৬ জোড়া আন্ত:নগর ও ২ জোড়া মেইল ট্রেনের স্টপেজ রয়েছে। যার কারনে প্রতিদিন শত শত ট্রেন যাত্রী এ স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এদিকে প্লাট ফরম জুড়ে পান, বিড়ি, সিগারেট, কাঁচা তরতিরকারী ও ফলমূলসহ বিভিন্ন প্রকার দোকানপাট বসাতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন কি দোকানের ভীড়ে যাত্রীদের ট্রেনে উঠা নামাও কষ্টকর হচ্ছিল। সম্প্রতি এ বিষয়গুলো নিয়ে দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়াতে প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। সে অনুযায়ী গত বুধবার শান্তাহার রেলওয়ে থানার ওসির নেতৃত্বে এসব দোকানপাট উচ্ছেদ করে প্লাটফরমটি উন্মুক্ত করা হয়।
আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, বরাবরই এসব দোকানদারদেরকে দোকান সরিয়ে নেয়ার জন্য বলা হয়। কিন্তু আমার নিকট জিআরপি পুলিশ বা নিরাপত্তাবাহিনী না থাকায় আমি তাদেরকে উচ্ছেদ করতে পারিনি। শান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, আমি নিজে কমপক্ষে ১০ বার এসে তাদেরকে দোকান সরিয়ে নিতে বলেছি। এসব দোকান মালিকরা আমার কথাতে কর্ণপাত না করায় বাধ্য হয়ে জিআরপি থানার পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা প্লাটফরমটিকে দোকানমুক্ত করেছি। যাতে ট্রেন যাত্রীদের সুবিধা হয় এবং প্লাটফরমটিও পরিচ্ছন্ন থাকে। এদিকে এলাকাবাসীর অভিমত, কিছুদিন পর যাতে পূর্বের মতো পুনরায় এ সব অবৈধ দোকানপাট প্লাটফরমে না বসে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃাষ্ট রাখা প্রয়োজন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |