‘বিডি দিনকাল’ চট্টগ্রাম প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের রেল গেইটের উত্তর পাশ্বস্থ ‘আহাম্মদ কমপ্লেক্স/মার্কেটের ‘মহামায়া মেডিকেল হল’ নামক ‘জীবন রক্ষাকারি ঔষধ’র দোকনটিতে দু’নম্বরী ব্যবসা চালানো হচ্ছে। ভূক্তভোগী সহ এলাকার মানুষ যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন। এক-ই কোম্পানীর এক-ই নামের ঔষধ বাজারের অন্যান্য ফার্মেসী/ঔষধের দোকান গুলোতে ঔষধের গায়ে কোম্পানী কর্তৃক সিল মারা মূল্যর চেয়ে দ্বি-গুণ বেশী রেখে রোগী ও তাদের আত্মীয়-স্বজনের কাছ থেকে জোর পূর্বক আদায় করার অভিযোগ রয়েছে উক্ত মহা মায়া মেডিকেল হল এর বিদ্ধদ্ধে। একাধিক জনের এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন উক্ত দোকানটির সমেনে কিছুক্ষণ অবস্থান করে এর সত্যতা পাওয়া যায়। প্রত্যক্ষ করে দেখা যায়, একজন রোগী তার আত্মীীয় সমেতো উক্ত ‘মহা মায়া মেডিকেল হল’ নামক ঔষধের দোকানটিতে আসে ঔষধ নেয়ার জন্য। ডাক্তারের দেয়া লিখিত প্রেসক্রিপসনটি দেয়ার পর দোকানী হিন্দু বাবু তার কাগজটি পরখ করে দেখলেন এবং বললেন একটু দাড়ান কিছু ঔষধ আছে আমার কাছে আর যেটা নেই তা আমি অন্য দোকান থেকে এনে দিচ্ছি। এর পর তিনি বের হয়ে ঔষধ নিয়ে ফিরে আসলেন এবং যথারিতি রোগী ও তার সাথে থাকা আত্মীয়ের হাতে ধরিয়ে দিলেন। আর যখন সকল ঔষধ মিলিয়ে মূল্য চাইলেন তখন রাগে-ক্ষোভে ফেটে পড়তে ও দেখা যায় ঔষধ ক্রেতাদের। এর কারন হিসেবে উক্ত ঔষধের দোকানী হিন্দু বাবুর সাথে তাদের তর্কাতর্কি চলছে। ঔষধ ক্রেতারা বলছেন-আমরা এর আগে ও ওই ডাক্তারের দেয়া কিছু ঔষধ কিনেছি আপনার ধরিয়ে দেয়া দাম থেকে অনেক কমে। প্রতি উত্তরে হিন্দু বাবু বলতে থাকলেন-আমার কাছে যে ঔষধ গুলো ছিলো তাতো রাখছি পাশাপাশি আমি যে ঔষধ গুলো অন্য দোকান থেকে এনে দিয়েছি তারাতো ওই দাম-ই রেখেছে। তাদের তর্কাতর্কির ফাঁকে এ প্রতিবেদক কাছে গিয়ে বিস্তারীত অবগত হয়ে ঔষধ গুলো দেখতে চাইলে প্রথমে হিন্দু বাবু তা দেখতে দিতে চাইছিলেন না। পরে ঔষধ ক্রেতারা দেখতে দিলে দেখা যায় ঔষধের মধ্যে প্রায়-ই ট্যাবলেট। তবে, তার মধ্যে দু’একটা সিরাপ ও রয়েছে। সিরাপ গুলোর গায়ে কোম্পানী কর্তৃক যে মূল্য লেখা রয়েছে তার থেকে দ্বি-গুণ রাখা হচ্ছে দেখে জানতে চাইলে হিন্দু বাবু তেলে-বেগুনে যেনো জ্বলে উঠেন! দেখা যায় ঔষধ কোম্পানী ‘অপসোসিন ফার্মা লিমিটেড’ কর্তৃক তাদের একটি ‘রেনোভা’ সিরাপ এর গায়ে দাম লিখেছেন ২০ টাকা মাত্র। যাহা অন্যান্য ঔষধের দোকান গুলোতে সেই দামে-ই বিক্রি করা হচ্ছে যে, তা কয়েকটি ঔষধের দোকানে গিয়ে ও দেখা যায়। অতচ, ওই ‘মহা মায়া মেডিকেল হল’’ নামক ঔষধের দোকানটিতে ২০ টাকার স্থলে ৩৫ টাকা দাম লিখে দেয়া হয়েছে কলম দিয়ে। এই রকম প্রায় ঔষধ গুলোর ব্যপারে এক-ই অবস্থা হওয়ায অনেকের সাথে দোকানীর তর্কাতর্কি নিত্য নৈমত্তিক হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে সেখানে জড়ো হয়ে যাওয়া অন্যান্য লোকজন জানতে চাইলে ওই দোকানী হিন্দু বাবু বলেন-ঔষধের দাম বেড়েছে। কিন্ত, অন্যান্য দোকানে তো কোম্পানী লিখিত সেই দামে-ই রাখা হচ্ছে এমন কথা বলার পর ঔষধ কিনতে আসা লোকজনকে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলা সহ নানাবিধ: ভাবে হুমকি ও দেয়া হয় বলে জানালেন অনেকে-ই। আশ-পাশের দোকানীরা জানায়, প্রতিদিন ওই ঔষধের দোকানে বিভিন্ন জন ঔষধ কিনতে এসে তর্কাতর্কিতে লিপ্ত হতে দেখা যায়। আবার অনেকে-ই জানান্ একবার ঔষধ নিতে আসলে ঔষধ না নিয়ে কেউ ফিরে যেতে পারেনা। কারন, হিসেবে ওই দোকানী খোড়া অজুহাত দেখিয়ে বলে-আমি অনেক ঘুরাঘুরি করে এবং কষ্ট করে অন্য দোকান গুলো থেকে ঔষধ সংগ্রহ করে এনে দিচ্ছি আর এর মূল্য নিয়ে বাড়াবাড়ি করবেন তা হতে পারেনা।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |