আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৬
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-দেশের বৃহত্তম জয়পুরহাটের বেলআমলা বারো শিবালয় মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের মহাপূণ্য স্নান ও শিব ঠাকুরের পূজা-অর্চনা। সোমবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নারী পুরুষ ভক্তরা সমবেত হন সদর উপজেলার গুয়াবাড়ি ঘাটের তুলশীগঙ্গা নদীর তীরে। সেখানে পূণ্য ¯œান শেষে প্রায় ১২ কিলোমিটার নগ্ন পায়ে হেটে আসেন বেলআমলা বারো শিবালয় মন্দিরে। এসময় পূন্যার্থীরা ‘বল কাউরিয়া বলবাম, বলবাম, বলবাম’ ধ্বনীতে মুখরিত করে।
পরে মন্দিরে ভক্তরা শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢেলে পূজা অর্চনার মধ্য দিয়ে প্রার্থনা করেন। প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার এই উৎসব পালন করেন তারা।
এদিকে মন্দিরের প্রাচীন এই উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও বসেছে গ্রামীণ মেলা। দোকানিরা মন্ড-মিঠাই, শিশুদের খেলনা সামগ্রীসহ বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |