আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৩
এম, এ কাশেম , চট্টগ্রাম : চট্টগ্রাম মহা নগরীর বাকলিয়ার চাক্তাই খালে জোয়ারের পানিতে সাঁতার কাটতে দিয়ে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের একজনের গলায় রড ঢুকে এবং অপরজনের পা আবর্জনায় আটকে মারা যায় বলে জানা সূত্রে পাওয়া তথ্যে গেছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় সোনা মিয়ার বিল্ডিং থেকে লাফিয়ে নিখোঁজ হন ওই দু’জন। খবর পেয়ে বিকালে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত মোঃ মামুন মিয়া (১৮) কুমিল্লার মুরাদনগর থানার রহিমপুর এলাকার আলী আহম্মদের পুত্র। অপরজন মোঃ হৃদয় খান (১৪) ব্রাহ্মণবাড়িয়ার নবীননগর থানার দনাশী এলাকার মোঃ সাহাব উদ্দিনের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত দু’জনই বাকলিয়ার মহাজন পাড়ায় পরিবারের অন্যান্যদের সাথে থাকতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক দুপুর ৩টার দিকে চাক্তাই খালের জোয়ারের পানিতে সাঁতার কাটতে লাফ দেয় মামুন ও হৃদয়। পানিতে লাফ দেয়ার পর মামুনের গলায় রড ঢুকে যায় এবং প্লাস্টিকের আবর্জনায় পা আটকে মারা যায় হৃদয়।
ঘটনার পুরো বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম। তিনি বলেন, ‘খাতুনগঞ্জে জোয়ারের পানিতে লাফ দিয়ে দু’জন নিখোঁজের খবর শুনে আমাদের টিম ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |