আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৪
এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আওয়ামী ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার প্রীতম দাশ।
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে। হামলার পর তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এক্স–রে ও সিটিস্ক্যান করানোর পর তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
জানা গেছে, বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষক সংকট সহ অবকাঠামোগত উন্নয়নের দাবিতে সকালে কলেজের সামনে ছাত্র ইউনিয়ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে এক পর্যায়ে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে এই ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় কর্মসূচি দেয় জেলা ছাত্র ইউনিয়ন। সেখানে ও দ্বিতীয় দফা হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় ‘ভোরের কাগজ’ পত্রিকার চট্টগ্রাম অফিসের প্রতিবেদক প্রীতম দাশ আহত হন।
হামলার শিকার সাংবাদিক প্রীতম দাশ তার সহকর্মীদের বলেন, ‘এ’দিন সমাবেশ চলাকালীন দুর থেকে দাঁড়িয়ে হামলার ছবি তুলছিলাম। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা একজন প্রতিবন্ধীর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে আমার ওপরও তারা হামলা করে। তারা আমাকে বুকে, মাথায়, হাঁটু, পেটে ও পিঠে লাঠিসোটা দিয়ে আঘাত করে। এ হামলায় সিটি কলেজ ছাত্রলীগের ৪০-৫০ জন ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নেয়।’
এদিকে এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকরা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’এ ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |