- প্রচ্ছদ
-
- রংপুর
- কুয়েত সোসাইটি অব বাংলাদেশ এর নিযুক্ত ঠিকাদার রকির প্রতারণার শিকার কুড়িগ্রামের কৃষ্ণপুর এলাকাবাসী
কুয়েত সোসাইটি অব বাংলাদেশ এর নিযুক্ত ঠিকাদার রকির প্রতারণার শিকার কুড়িগ্রামের কৃষ্ণপুর এলাকাবাসী
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি#কুয়েত সোসাইটি অব বাংলাদেশ এর নিযুক্ত ঠিকাদার রকির প্রতারণার শিকার কুড়িগ্রামের কৃষ্ণপুর এলাকাবাসী। কৃষ্ণপুর বকশি পারার বিশিষ্ট সমাজসেবী কুড়িগ্রাম মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান বক্সীর নেতৃত্বে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় এলআরবি এগ্রো জামে মসজিদ নির্মাণ হয়েছে।
মসজিদটির নির্মাণ কাজে কুয়েত সোসাইটি অফ বাংলাদেশ স্থানীয় সমাজসেবী আলহাজ্ব লুৎফর রহমান বক্সীর আবেদনের প্রেক্ষিতে রকি নার্সারি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিযুক্ত করে। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার রকি মসজিদটির নির্মাণ কাজে কালক্ষেপণ করে একপর্যায়ে আলহাজ্ব লুৎফুর রহমান বক্সীর সাথে মৌখিক চুক্তি করে।
প্রতারক রকি মসজিদ নির্মাণ ফান্ডের টাকা উত্তোলন করে গা ঢাকা দেয়। এলাকাবাসীর সমস্যার কথা বিবেচনায় নিয়ে মুসল্লিদের জন্য দ্রুত মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব লুৎফর রহমান বক্সীর নেতৃত্বে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মসজিদটি নির্মিত হয়েছে। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবী আলহাজ লুৎফর রহমান বক্সী জানায, মসজিদ হচ্ছে আল্লাহর পবিত্র ঘর! যারা মসজিদ নির্মাণ কাজের টাকা আত্মসাৎ করে তারা হচ্ছে সমাজের নিকৃষ্ট ব্যক্তি! আমি ঐ সকল ঘৃণিত ব্যক্তির বিচার দাবি করছি! সেই সাথে কৃষ্ণপুর বকশি পাড়া এলাকার মুসুল্লিরা দ্রুত প্রতারক রকির বিচার দাবি করেছে।
Please follow and like us:
20 20