বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, থানার ওসি’র প্রতিনিধি এসআই এরশাদ আলী,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, শরৎ চন্দ্র,মতিউর রহমান মতি ও আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় গত মাসের উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তবে, বক্তাদের বক্তব্যে উপজেলায় সম্প্রতি চুরি ও মাদক ব্যবসায় ও সেবনবৃদ্ধির বিষয়টি বেশি উঠে আসে। প্রেসক্লাব সভাপতি ও উপজেলা চেয়ারম্যানও চুরি বৃদ্ধির কথা তুলে ধরেন।এসআই এরশাদ আলী বক্তাদের বিষয়গুলো নোট করে নেন।