আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৪
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্রঃ-যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের বিগ বাজেটের মোটর সিটি চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য, ইলিয়াস সানী আরও অনেকে।
গত বুধবার সন্ধ্যায় হ্যামটরমিক সিটির গেইট অব কলম্বাসের হলরুমে দ্বিতীয়বারের মতো এ ক্রিকেট আসরের জমকালো উদ্বোধন অনুষ্ঠান করা হয়। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মিশিগানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মোটর সিটি চ্যাম্পিয়নশীপের আয়োজন।
দশটি শক্তিশালী দল নিয়ে গড়া এ টুর্নামেন্টের ব্যাটে বলের লড়াইয়ে নামবেন বাংলাদেশ, যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আসা ক্রিকেট তারকারা। এবারের টুর্নামেন্টে প্রাইজমানি নির্ধারন করা হয়েছে ৫৫ হাজার ডলার। বৃহস্পতিবার থেকে শুরু হবে এ ক্রিকেট আয়োজন। খেলায় অংশগ্রহণ কারী দলগুলো মধ্যে ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।
টুর্নামেন্টিতে বাংলাদেশের ক্রিকেটের তারকা ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র খেলবেন। বাংলাদেশের এসব তারকা।
নাজিয়া জাহান ও রুম্মান আহমেদ’র যৌথ উপস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি-র প্রেসিডেন্ট মোশাররফ চৌধুরী লিটু ও সেক্রেটারি তায়েফুর রহমান টুর্নামেন্টির উদ্বোধন ঘোষণা করেন। কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের মাধ্যমে শেষ হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |