আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪০
বিডি দিনকাল ডেস্ক : বিএনপি নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে আজ (বুধবার) বৈঠক হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। অন্যদিকে, বৃটিশ হাইকমিশনের পক্ষে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ উপস্থিত ছিলেন।
তাছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন নিজেও বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন।টুইটারে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এর টুইট এর সূত্র ধরে এবং বিএনপির উচ্চপর্যায়ের বরাত দিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের ও চেয়ারপারসনের মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ।
তিনি লিখেছেন, ” বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা কূটনীতির অপরিহার্য অংশ। আজকে বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে ভালো লাগছে। পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা, বিএনপি নেতাকর্মীদের মৃত্যুতে বৃটেনের উদ্বেগ প্রকাশ করা ছাড়াও বাংলাদেশের বর্তমান ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।”
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |