আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:১০
মনির হোসেন জীবন- রাজধানীর বিমানবন্দর থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) এর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আজিজুল, মোঃ আজিজ, মোঃ ইসমাইল, মোঃ সানাউল্লাহ ও সুবল চন্দ্র ঘোষ।
আজ বৃহস্পতিবার বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টর, রোড-৯/ এ বাসা নং ৩৩ জিএম কাদেরের বাসায় গিয়ে পুলিশ সদস্যরা আইফোনটি তাঁর হাতে তুলে দেন। এসময় ডিএমপি উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ হাসান, বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস ও সহকারী পুলিশ কমিশনার এসি সাইফুল ইসলাম জিএম কাদেরের হাতে চুরি যাওয়া মোবাইল ফোনটি তুলে দেন। এ সময় জিএম কাদের মোবাইল ফোন ফেরত পাওয়ায় বেশ স্বস্থি প্রকাশ করেন। পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। আজ দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী এবিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ আগস্ট ২০২২, দিবাগত রাত ১১টার দিকে বিমানবন্দর থানার থার্ড টার্মিনালের সামনে থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের ব্যবহত মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় রাতে জিএম কাদেরের একান্ত সহকারী তৈয়ব আলী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বিমানবন্দর থানার থার্ড টার্মিনালের সামনে থেকে চোর চক্রের দুই সক্রিয় সদস্য আজিজুল ও আজিজদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) এর ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে এবং চোরাইকৃত মোবাইল ফোনটি ১৮ হাজার টাকায় গ্রেফতারকৃত ইসমাইলের নিকট বিক্রয় করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন হাতিরঝিল থানা এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়। ওসি বি এম ফরমান আলী আরও জানান, গ্রেফতারকৃত ইসমাইল এই মোবাইল ফোনটি ২০ হাজার টাকায় গ্রেফতারকৃত সানাউল্লাহ এর নিকট বিক্রয় করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বসুন্ধরা সিটি থেকে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানাউল্লাহ এই মোবাইল ফোনটি ২২ হাজার টাকায় গ্রেফতারকৃত সুবলের এর নিকট বিক্রয় করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ৩ টার দিকে বসুন্ধরা সিটি থেকে সুবলকে গ্রেফতার করা হয়। পরে তার নিকট থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এদিকে, বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে দুই জন হলেন চোর দলের সদস্য। বাকী তিন জন হলেন দোকানদার। প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরে আজ বিমানবন্দর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |