আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৭
বিডি দিনকাল ডেস্ক : সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
গতকাল শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকায় গ্রেপ্তার হন তারা। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণদাস, ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবির চান্দু।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় জেলা বিএনপি নেতা বাচ্চুকে প্রধান আসামি করে দলটির ১১৫ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গতকাল রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার সাহা বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতাকে গ্রেপ্তার করে তাদের গতকাল রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |