আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৫
বিডি দিনকাল ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ দল। ভারতের মেয়েদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জোড়া গোল করেন সিরাত জাহান স্বপ্না। একবার জালে বল পাঠান কৃষ্ণা রানী সরকার। ভারতের বিপক্ষে সাফে এটি প্রথম জয় বাংলাদেশের। এর আগে ১০ দেখায় ৯ বারই জিতেছিল ভারত। শুধু ২০১৬তে ড্র করতে পেরেছিল বাংলাদেশ।
ম্যাচের ১২তম মিনিটে সাবিনার বাড়ানো বল ধরে কৃষ্ণার দেয়া পাস থেকে প্রথম গোল করেন সিরাত জাহান স্বপ্না। ২৩তম মিনিটে ব্যবধান বাড়ান কৃষ্ণা। স্বপ্নার পাস থেকে ভারতের জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
৫০তম মিনিটে স্বপ্নার পা থেকে তৃতীয় গোল পায় বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় সাবিনারা। পাকিস্তানকে ৬-০ এবং মালদ্বীপকে ৩-০ গোলে বিধ্বস্ত করে তারা। এবার ভারতকেও হারালো ৩-০তে। এতে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ দল।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |