আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০১১ জন ছাত্র /ছাত্রী এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। ৫ টি কেন্দ্রের মাধ্যমে এ পরিক্ষা নেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া বলেন, এ উপজেলায় ২৬ টি বিদ্যালয় আর ৯ টি মাদ্রাসা রয়েছে। এ সব প্রতিষ্ঠানগুলো থেকে ২০১১ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। যা নেয়া হয় ৫ টি কেন্দ্রের মাধ্যমে। যার মধ্যে রয়েছে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়, তালসার মাধ্যমিক বিদ্যালয়, সাবদারপুর মাধ্যমিক বিদ্যালয় ও কোটচাঁদপুর আলিয়া মাদ্রাসা। এ সব কেন্দ্রে ২০১১ জন ছাত্র ছাত্রী এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে রয়েছে ৯৯৮ জন ছাত্র, আর ৯২৬ জন ছাত্রী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৮ জন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়। যা চলে দুপুর ১ টা পর্যন্ত। ২ ঘন্টায় ৫৫ নম্বরের পরীক্ষা দেন ছাত্র ছাত্রীরা। যার মধ্যে ছিল ১৫ নম্বরের নৈ-বেত্তিক আর সৃজনশীল ছিল ৪০ নম্বরের। তবে অল্প নম্বরের পরীক্ষা হলেও স্ব-শরীরে পরীক্ষা দিতে পারায় খুব খুশি হয়েছেন ছাত্র/ছাত্রীরা, এমনটাই জানা গেছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |