আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪০
কামরুল হাসান বাবলু:-জ্বালানি তেলের মূলবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গনপরিবহনের ভাড়া বৃদ্ধি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিতো হত্যা, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেএী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি (জোন-০৭) এর উদ্যোগে যাত্রাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের জনতার মেয়র ,মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জি:ইসরাক হোসাইন বলেছেন ,এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংস করে ঝড়ের কিনারায় নিয়ে গেছে । এই অবৈধ ভোট চোর সরকারের পায়ের তলায় মাটি নাই । তা অনুধাবন করেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আমাদের নেতা কর্মীদের উপর তাদের লেলিয়েদেয়া পেটোয়া বাহিনীর মাধ্যমে নির্বিচারে গুলি চালাচ্ছে। মুন্সিগঞ্জের ঘটনা উল্লেখ করে তিনি আরো বলেছেন ,সেখানে পুলিশের গুলিতে কমপক্ষে ৫০ নেতা কর্মীর আহত হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।এমন ভাবে তারা গুলি করেছে নেতা কর্মীদের উপর যা খুবেই নেক্কারজনক ঘটনা ।অনেকেই গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ।
এই সরকারের সময় শেষ ।তারা কোনো ভাবে আর ক্ষমতায় থাকতে পারবেনা ।রাজপথে আছি,রাজপথেই থাকবো ।এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেই ঘরে ফিরবো বলে সকলকে প্রস্তুত থাকার জন্য বলেছেন খোকা পুত্র ইসরাক হোসেন ।
এদিকে সভা চলার আগেই তিনি বিশাল মিছিল নিয়ে সভারস্থলে যোগদান করেন ।এই সময় অন্নান্ন নেতা কর্মীরা ব্যাপক করতালির মাধ্যমে ইসরাককে অভিনন্দন জানান ।
মহানগর দক্ষিনের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ।অন্যান্যদের মধ্যে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান,চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মহানগর দক্ষিনের রফিকুল আলম মজনু, ইশরাক হোসেনসহ মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |