আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৭
বিডি দিনকাল ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের বাজারে সরকারের কোন নিয়ন্ত্রন নাই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আগে দ্রব্যমুল্যের বাজার সরকার নিয়ন্ত্রন করতো আর এখন জনগনের ভোটে নির্বাচিত সরকার না থাকায় নিত্যপত্যের বাজার ও সরকারকে কালোবাজারী অসাধু সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রন করছে। দেশে ধনী-গরীরের বৈসাম্য চরম আকার ধারন করছে। ধনী আরো ধনী হচ্ছে আর মধ্যবিত্ত শ্রেনী দ্রব্যমুল্য ও জীবন যাপন ব্যয়বহুল হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনী বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেনীতে পরিনত হচ্ছে।
তিনি আরো বলেন, দুর্নীতি এখন জাতীয়করন হয়েছে। সমাজের সর্বস্তরের সেবাখাত অফিস আদালতে ঘুষ-দুর্নীতি নিয়মে পরিনত হয়েছে। নীতি-নৈতিকতা আজ পদদলিত। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মহোৎসব চলছে। সৎ ও নিষ্টাবানরা আজ চরম অসহায় জীবন যাপন করছে। এভাবে একটা সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চলতে পারে না। আইন শৃংখলাবাহীনি ও সিভিল প্রশাসনে দুর্নীতির খেসারত গুনছে সাধারন মানুষ। তাই চলমান অচল অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনীকে ঘুরে দাড়াতে হবে।
তিনি আজ (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাল তৈল-সহ নিত্যপন্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে ঢাকা মহানগর দক্ষিন লেবার পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।
নগর সাধারন সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, শ্রমিকদল নেতা মাহবুবুল আলম বাদল, ধর্ম সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম সাদি, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারন সম্পাদক মো: শরিফুল ইসলাম ও সহ-সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
মিছিলটি তোপখানা রোড থেকে শুরু পল্টনমোড়, সচিবালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |