আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৩
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মোঃ শসেম আহমেদ ওরফে সাব্বিরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তাদের হেফাজত হতে ২টি মোবাইল সেট ও নগদ ৪,০০০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২) বিকাল ৬: ১৫ টায় ডিএমপির উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গ্রেফতারকৃতরা ফেসবুকের মাধ্যমের Munjir Ahmed Mishu (MASUM), Helper ও Sabbir Ahmed একাউন্ট দিয়ে ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষাথীদের সাথে অর্থ আদায় করে প্রতারণা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে করে এসএসসি পরীক্ষার্থীদের নিকট হতে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে অর্থ গ্রহন করে। এসএসসি পরীক্ষার হুবহু প্রশ্নপত্রের বিশ্বাস সৃষ্টি করে প্রশ্নপত্রের আদলে প্রশ্ন তৈরী করে। পরবর্তীতে তা ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রদান করে পরীক্ষর্থীদের নিকট থেকে অর্থ আত্মসাৎ করে থাকে।
এ সংক্রান্তে উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান , বিপিএম (বার) পিপিএম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।সুত্রঃডিএমপি
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |