আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৪
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি ও তার গাড়ি চালক ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে গুরুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ঢাকা থেকে নিজ কর্মস্থ্যল চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির কবলে পড়েন ওই থানার ওসি মোঃ আলমগীর হোসেন ও তার গাড়ি চালক মোঃ ইয়াছিন বাদশা। এসময় সশস্ত্র ডাকাতরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে যায়। এ ঘটনায় শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত পরিচয় ৪-৫ নের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে জানা গেছে। ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা উভয়-ই চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, ঘটনার সময় ডাকাতরা টোল প্লাজায় অপেক্ষমান কয়েকটি গাড়ির ফাঁকে ওসির প্রাইভেটকারের পেছনের দরজা টেনে-হিঁচড়ে খুলে প্রথমে গাড়ি চালক বাদশার মাথায় পিস্তল ঠেকিয়ে সব কিছু তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেয়। পরে ওসি আলমগীরের শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে মারাত্ম আহত করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে দ্রæত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ নবীর হোসেন জানান, ডাকাতির ঘটনায় ওসির প্রতিনিধি সোনারগাঁ থানায় মামলা করেছেন। মামলাটি সোনারগাঁ থানা পুলিশ তদন্ত করবে। রোববার (২ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |