- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রামে রংপুর রেঞ্জের ডিআইজির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে রংপুর রেঞ্জের ডিআইজির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা #গত ১ অক্টোবর ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা ও বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। কুড়িগ্রাম জেলায় শুভাগমন উপলক্ষ্যে মাননীয় ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ লাইন্স, কুড়িগ্রাম মাল্টিপারপাস সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় জেলা পুলিশ, কুড়িগ্রামের ঊর্ধ্বতন অফিসারদের সাথে পুলিশ অফিস কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার/ডিবি অফিসার ইনচার্জসহ অন্যান্য ইউনিট ইনচার্জ ও বিশেষ কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত সহ জেলার জনশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ সহ নানাবিধ পুলিশিং বিষয়ে আইনের আলোকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত বিশেষ কল্যান সভায় ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্য সম্পর্কে অবগত হন এবং সেগুলো বাস্তবায়নের ত্বরিত উদ্দ্যোগ গ্রহন করেন ও ক্ষেত্রমতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। উক্ত বিশেষ কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ জেলা পুলিশ কুড়িগ্রামের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স বৃন্দ।
পুলিশ অফিসে মতবিনিময় সভা শেষে রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয় কুড়িগ্রাম পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সন্মানিত নাগরিকের সথে মতবিনিময় করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিআইজি মহোদয়ের সথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র, কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি বিভিন্ন ধর্মাবলম্বী সুধীসমাজের সন্মানিত নাগরিকবৃন্দ। রেঞ্জ ডিআইজি মহোদয় সকল হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডবের নিরাপত্তা সহ যেনো সকলে সুষ্ঠু ভাবে পুজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে থাকবে মর্মে আশা ও প্রত্যয় ব্যক্ত করেন। যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছার দেওয়া হবে না, বরং পূর্বের থেকে অধিকতর কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে মর্মে কঠোর হুশিয়ারীও প্রদান করেন। মান্যবর রেঞ্জ ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম দেশের প্রচলিত আইন, বিধি ও সংবিধানের আলোকে সুচারু ভাবে দায়িত্বপালনের জন্য পুলিশ সদস্যদেরও কঠোর নির্দেশ প্রদান করেন।
Please follow and like us:
20 20