আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৮
বিডি দিনকাল ডেস্ক :কাস্টমস অফিসার পরিচয় দানকারী প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শেখ হাবিবুল্লাহ্, মোঃ রবিন খান ও মোঃ মাহাবুবুর রহমান।
শনিবার (১ অক্টোবর ২০২২) সন্ধ্যা ৭:১৫টায় মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, থানা এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে একটি টহল টিম সংবাদ পায় যে, টেকনিক্যাল মোড়ে কাস্টমস পরিচয়ে একটি টিম অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে যায় টহল টিম। টেকনিক্যালের যাত্রী ছাউনির কাছে কয়েকজনকে কাস্টমসের লোগো বিশিষ্ট হাতাকাটা জ্যাকেটসহ দেখতে পায়। দায়িত্বরত পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা সংশ্লিষ্ট জ্যাকেট পরার কোনো কারণ জানাতে পারেনি। পুলিশ তখন তাদেরকে হেফাজতে নেয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা পরিচয়ের দুইটি আইডি কার্ড, কাস্টমসের লোগো সংম্বলিত দুইটি হাতাকাটা জ্যাকেট, কাস্টমসের লোগো বিশিষ্ট একটি হ্যান্ডবুক, রাষ্ট্রপতির কার্যালয়ের লোগো সংম্বলিত একটি টিস্যুবক্স, একটি সিলভার রংয়ের মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো-চ-৫১-৯৬৪১), গাড়ির লগ বই, আইসিটি ডিভিশনের লেমেনেটিং করা কার্ড, সরকারি প্রতিষ্ঠানের ব্যাগ, মাস্ক ও একটি মেটাল ডিটেক্টর উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত হাবিবুল্লাহ্-র বিরুদ্ধে রাজবাড়ীর সদর থানাসহ ডিএমপির শেরেবাংলা নগর ও তেজগাঁও থানায় প্রতারণা মামলা রয়েছে। আর এবার একই অপরাধে গ্রেফতার হওয়ায় আরও একটি মামলা যুক্ত হলো।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |