আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৮
বিডি দিনকাল ডেস্ক : ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গাড়ি বহরের ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামে এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালার টেক নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান।
দুই পা ভেঙে যাওয়া রিকশাচালক আইয়ুব আলীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক তহিদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে দাগনভূঞা বাজারে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের চেম্বারে চা চক্রে অংশ নেন। পরে ৫-৬টি গাড়ির বহর নিয়ে মাসুদ চৌধুরী দাগনভূঞা থেকে সোনাগাজীর গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় জগৎপুর গ্রামের আইয়ুব আলী অটোরিকশা নিয়ে একই সড়ক দিয়ে ফাজিলের ঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন। তার অটোরিকশাটি কালারটেক নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাসুদ চৌধুরীর গাড়ির পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় তার শোরচিৎকার শুনে আশপাশের লোকজন দৌঁড়ে এসে রিকশাচালককে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক তহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক আইয়ুব আলীর দুটি পা ভেঙে গেছে এবং তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁর অবস্থার অবনতি দেখে আমরা ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছি।’
দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান জানান, ‘বিষয়টি জানার পর সংসদ সদস্যের সাথে কথা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়টি তিনি দেখভাল করবেন বলে জানিয়েছেন।’
সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরীর এপিএস শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আসার অনেক পরে দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। ঘটনাটি অনাকাক্সিক্ষভাবে হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তির সকল চিকিৎসা ব্যয় আমাদের সংসদ সদস্য বহন করবেন।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |