আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৬
এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রামে অনুষ্ঠিতব্য আজকের গণ সমাবেশ অতিতের সকল রেকর্ড ভঙ্গ করা দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের ঢল নামার ইঙ্গিত সেই সকাল থেকে দেখা দিয়েছে! যদি ও বা সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে বেলা ২টায় কিন্তু, তার আগে ভোর সকাল থেকে-ই সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের ঢল নামতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিভাগীয় এ গণ সমাবেশে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রতিটি এলাকা থেকে বিএনপি পাগল দলীয নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে যেনো বাধ ভাঙ্গা জোয়ার দেখা দিয়েছে। বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম অভিমুখি দলীয় নেতা-কর্মীদের বহনকারি গাড়ি গুলে কে বাধা দেয়ার চেষ্টার ও খবর আসতেছে। এ ছাড়া গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের চট্টগ্রামের সমাবেশে না যেতে ও বিবিধ: প্রকার হুমকি-ধামকি দেয়ার খবর পাওয়া গেছে। তথাপি দলীয় নেতা-কর্মীরা এবং তাদের উদ্ধুদ্ধ করণের মাধ্যমে বিএনপি পাগল সাধারণ মানুষজন ও চট্টগ্রামের সমাবেশে যোগদানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে সমাবেশস্থল চট্টগ্রাম শহরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হতে শুরু করেছে। সকাল ৮ থেকে সাড়ে ১১টা পর্যন্ত সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠ এলাকায় অবস্থান করে দেখা গেছে, ঢাকা থেকে আগত দলের কেন্দ্রীয় নের্তৃবৃন্দ, বিভাগীয় অন্যান্য নের্তৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলার নের্তৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেছেন। সমাবেশে সু’শৃংখলতা বজায় রেখে শান্তিপূর্ন ভাবে শেষ করার দায়িত্বে রত: নের্তৃবৃন্দ আশা পোষণ করে জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ কে জানান, আজকের এ সমাবেশ অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে ‘ফ্যাসিবাদী আওয়ামী সরকার’কে দেখিয়ে দেবে-‘বিএনপি’র জনপ্রিয়তা কতোটুকু। মানুষ বিএনপি’কে কতোটুকু ভালো বাসে আর আওয়ামীলীগ কে কতোটুকু ঘৃণা করে তার ও প্রমাণ রাখবে আজকের এ বৃহত্তম: সমাবেশ। বিএনপি নেতারা সমাবেশ শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করণের জন্য প্রশাসনের নিরপ্রেক্ষ ভ’মিকা আশা করে বলেন, প্রশাসন নিরপ্রেক্ষ থকলে যে কোনো সমাবেশ-ই অত্যন্ত সু’শৃঙ্খল ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করা যায় বা যাবে ও। আর সে জন্য চট্টগ্রামের প্রশাসন/আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সর্বাত্মক সহযোগীতা ও কামনা করেছেন বিএনপি নেতারা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |