আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৫
বিডি দিনকাল ডেস্ক : আওয়ামী লীগ হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে কিন্তু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবার ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ রাস্তায় নেমেছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় থাকতে দিবে না। লক্ষ লক্ষ লোকের সমাবেশে হামলা মামলা করে বাধাগ্রস্থ করার ব্যর্থ চেষ্টা করেছ। কিন্তু জনস্রোতকে আটকে রাখতে পারেনি।
এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনাকে জনগণ একটি বার্তা দিয়েছে হামলা মামলা করে কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ই অক্টোবর সমাবেশে আসার পথে আম বাগানে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা ইউসুফকে দেখতে গেলে উপরোক্ত বক্তব্য রাখেন।তিনি আরো বলেন, বিএনপি’র সাথে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে এটাই হচ্ছে আন্দোলনের সফলতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন , ইয়াসিন চৌধুরী লিটন,ড্যাব নেতা ডাক্তার তমিজ উদ্দিন মানিক, ডাক্তার বেলায়েত হোসেন ডালি, ডাক্তার সরোয়ার আলম সহ প্রমুখ।
এদিকে এর আগে বৃহস্পতিবার বিকেলে র্যাবের হাতে গ্রেফতার আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলের বাসায় যান। এ সময় তিনি তার পরিবারের সাথে সাক্ষাত করেন ও তাদের খোঁজখবর নেন। জনাব খসরু এই সময় বলেন রাসেলকে গ্রেফতার করে নির্দিষ্ট সময়ে থানায় হস্তান্তর না করে মেরে ফেলার হুমকি দেয়া, অস্ত্র মামলা দেয়ার হুমকি দেয়া, আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও মানবাধিকারের লঙ্ঘন। এভাবে একটি দেশ চলতে পারে না। জনগণ অধিকার আদায়ে রাস্তায় নেমেছে,ভয়কে জয় করেছে। বিএনপির নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে এসব অন্যায়ের প্রতিবাদ করবে।
জনাব খসরু পরে ১২ তারিখের সমাবেশের আগের দিন গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা রেহানউদ্দিন প্রধান, যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, মোঃ মহিউদ্দিনের বাসায় যান ও তাদের পরিবারের সাথে কথা বলেন। এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, মহানগর বিএনপি কমিটির সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচ এম রাশেদ খান সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু , আকবরশা থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী মাইনু ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমদ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ বিএনপি, যুবদল ,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |