আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৪
আত্রাই(নওগাঁ) সংবাদদাতা ঃ কৌশলে মুক্তিপন আদায়ের সময় একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে নওগাঁর আত্রাই উপজেলার বড়াইকুরি গ্রামের আনিছুর রহমানের বাড়ি থেকে আত্রাই থানার পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেফতার করেছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী নওগাঁর রাণীনগর উপজেলার গিরিগ্রামের বাসিন্দা আব্দুল হালিম (৪১)।
মামলার বিবরনে জানা যায়, সংঘবদ্ধ চক্রের সদস্য বৃষ্টি আকতার জলি (৩৫) ফোন দিয়ে আব্দুল হালিম (৪১)কে আত্রাই উপজেলার বড়াইকুরি গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে গত সোমবার রাতে আসতে বলে। সে মোতাবেক আশরাফুল ওই বাড়িতে যায়। এ সময় মুক্তিপন আদায়ের লক্ষ্যে পরিকল্পনা মাফিক ওৎ পেতে থাকা সংঘবদ্ধ দলটি আব্দুল হালিমকে ঘরের মধ্যে আটক করে। তারা আব্দুল হালিমের নিকট পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। আব্দুল হালিম তার আত্মীয়স্বজনের মাধ্যমে তাৎক্ষনিকভাবে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পরিশোধ করে। এরই মধ্যে হালিমের স্বজনরা ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চায়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের ৭ জনকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার নওগাঁ কোর্টে প্রেরন করেছে। গ্রেফতারকৃতরা হলো, আত্রাই উপজেলার বড়াইকুরি গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম উজ্জল (৩৮), জহুরুল ইসলামের ছেলে আরাফাত হোসের আকাশ (২৪), জফেরের ছেলে সজন (২৬), মধুগূর্ণই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ (৩৬)। নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের দোস মোহাম্মদ খানের মেয়ে বৃষ্টি আকতার জলি (৩৫), পার নওগাঁ মধ্যপাড়া গ্রামের নিতাই সরকারের ছেলে শুভ সরকার (২৮) এবং নওগাঁ সদর উপজেলার খলিশাকুরি গ্রামের রহিমুদ্দিনের ছেলে সোহানুর রহমান রাকিব (২২)। এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান সরকার বলেন, আসামীদেরকে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে। বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |