আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৩
বিডি দিনকাল ডেস্ক : আগামীকাল ২২ অক্টবর শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন উপায়ে, বাধা-বিপত্তি পেরিয়ে খুলনায় আসছেন বিএনপি’র নেতাকর্মীরা। বিএনপি’র অফিসের সামনে ভিড় করছেন তারা। অনেকেই সমাবেশস্থলের আশপাশ এলাকায় অবস্থান করছেন।
এদিকে বিএনপি’র সমাবেশের প্রতিবাদে আজ খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। এর আগে মোটরসাইকেলে বিএনপি’র সমাবেশস্থলের আশপাশের সড়কে মহড়া দেয় সরকারদলীয় নেতাকর্মীরা। সন্ধ্যার পর নিউমার্কেট, পুরাতন যশোর রোড, ডাকবাংলা মোড়, ময়লাপোঁতার মোড়, গল্লামারি, রূপসা ফেরিঘাট মোড়ে মিছিল করে তারা।
এদিকে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিএনপি’র সমাবেশস্থলের পাশ দিয়ে মিছিল-মিটিং এর ব্যাপারে নির্দেশনা দেয়া হলেও তা মানা হয়নি। সরকারদলীয় নেতাকর্মীদের বিকালে খণ্ড খণ্ড মিছিল ডাকবাংলা হয়ে শিববাড়িতে আসতে দেখা যায়।
খুলনা বিভাগীয় সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। রাতেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সভাস্থলে পৌঁছাবেন বলে জানিয়েছেন খুলনা বিভাগের বিএনপির নেতৃবৃন্দরা । সমাবেশ সফলতা নিয়ে ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করে চলছেন নেতৃবৃন্দরা । বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ,সামসুজ্জামান দুদু সহ বিএনপির কেন্দ্রীয় অনেক নেতারা খুলনায় অবস্থান করছেন ।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বলেন, একদিকে গণপরিবহন বন্ধ রেখেছে, অপরদিকে পথে পথে আমাদের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু কোনো বাধাতেই আমাদের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যে কোনো মূল্যে গণসমাবেশ সফল করা হবে।
মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতাদের নিয়ে খুলনায় পৌঁছবেন বল বিশ্বস্থ সূত্রে জানা যায় ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |