আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তবে আফগানিস্তানের দেয়া ১১৩ রানের টার্গেট পেরোতে ১৮.১ ওভার খেলতে হয়েছে বাটলারদের। ২১ বলে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন লিয়াম লিভিংস্টোন। ডেভিড মালান ৩০ বলে ১৮, অ্যালেক্স হেলস ২০ বলে ১৯ এবং অধিনায়ক বাটলার ১৮ বলে ১৮ রান করে আউট হন।
আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, রশিদ খান, ফরিদ মালিক ও মোহাম্মদ নবী।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের ১০ উইকেটের ভাগাভাগি করে নেন চার পেসার স্যাম কারেন, মার্ক উড, বেন স্টোকস ও ক্রিস ওকস। ১০ রানে কারেনের শিকার ৫ উইকেট। বেন স্টোকস ১৯ রানে ২টি এবং মার্ক উড ২৩ রানে নেন ২টি উইকেট। ২৪ রানে ক্রিস ওকসের শিকার একটি। এতে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে রশিদ-নবীদের সংগ্রহ মাত্র ১১২ রান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |