আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৮
বিডি দিনকাল ডেস্ক :-রাজধানীর দক্ষিণখান কসাইবাজার এলাকার একটি আবাসিক হোটেলের পাশে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছে।ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেই গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- মোছা. মারিয়া (১৮), মো. নবীন (২৫), মো. মামুন (২৫), মো. শান্ত (১৮), মো. মজিবুর (৫২) ও মো. মোক্তার (৩৬)।
দগ্ধদের নিয়ে আসা মো. আলিনুর জানান, দক্ষিণখান কসাইবাজার এলাকার আলী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের পাশে চা ও পুরির দোকানে গ্যাসের সিলিন্ডারে চিকন পাইপ দিয়ে পরিষ্কার করার সময় হঠাৎ সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে দোকান কর্মচারী ও কাস্টমার ও পথচারীসহ ৬ জন দগ্ধ হয়। এদের মধ্যে মারিয়া আমার স্ত্রী ও নবীন আমার শ্যালক। ওই দোকানে পুরি খাওয়ার জন্য গিয়েছিলাম। পরে দগ্ধ অবস্থায় তাদের ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মারিয়া ২৫ শতাংশ দগ্ধ, মো. নবীন ৩৫ শতাংশ দগ্ধ, মো. মামুন ২৫ শতাংশ দগ্ধ, মো. শান্ত ১৬ শতাংশ দগ্ধ, মো. মজিবুর ২৫ শতাংশ দগ্ধ ও মো. মোক্তার ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। ৩৫ শতাংশ থেকে ১৬ শতাংশ দগ্ধ রয়েছে।তাদের আশঙ্কামুক্ত বলা যাবে না।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |