আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৫২
এম, এ কাশেম \ চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র তান্ডলীলা উপেক্ষা করে বঙ্গপোসাগরের কোলঘেঁষা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের অন্তর্গত ‘অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু ইকোনমিক জোন এলাকায় বালি উত্তোলন কালে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাপ্ত সূত্রে পকাশ, সোমবার (২৪ অক্টোবর) রাত প্রায় ১০টায় মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালি ইউনিয়নের ১ংর ওয়াড’র্র বেড়িবাঁধ হতে ১হাজার ফুট দূরত্বে এহেন মর্মষ্পষী ঘটনাটি ঘটে। ড্রেজার মেশিনটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পপার্ক এর ৩নং বসুন্ধরা এলাকায় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ছিলো। নিখোঁজ শ্রমিকরা সবাই দেশের শীর্ষ শিল্প দ্রæপ প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রæপ’র শ্রমিক হিসেবে কর্মরত: ছিলেন। নিখোঁজ সবাই পটুয়াাখালী জেলার সদর থানার জনকাঠী মোল্লা বাডির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানিয় অধিবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ড্রেজারে মোট ০৯ জন শ্রমিক কর্মরত: ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে মোঃ আবদুস ছালাম নামক একজন শ্রমিক কেনাকাটা করার জন্য কিনারায় গেলে তিনি প্রাণে বেঁচে যান। বাকিরা ড্রেজারেই অবস্থান করছিলেন। ড্রেজার ম্যানেজার রেজাউল করিম (২৭) স্থানীয় সাংবাদিকদের জানান্ দেন, ঘটনাস্থলে আরো ৬টি ড্রেজার রাখা ছিলো। সতর্কতা সংকেত পেয়ে উক্ত ড্রেজারগুলোর সকল শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলে ও দুর্ঘটনায় পতিত ড্রেজারের ৮শ্রমিক নিরাপদ স্থানে যায়নি। সূত্র মাধ্যম থেকে আরো জানা গেছে, ড্রেজারের বালু উত্তোলনকারী শ্রমিকরা দিন-রাত ড্রেজারে অবস্থান করে থাকে। এবং সেখানেই তারা খাওয়া-দাওয়া সহ ঘুমান ওসেখানে। বালু উত্তোলনকারীদের ড্রেজার ম্যানেজার ও সংশ্লিষ্ট শ্রমিকরা দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে আকস্মিক ড্রেজারটি ডুবে যায়। এবং ড্রেজারে কাজ করারত: ৮ শ্রমিকের কোনো এখনো দিতে পারেননি সংশ্লিষ্ট প্রশাসন! তবে, মীরসরাই সদও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন দাবি করেন, সংবাদ পাওয়ার সাথে সাথে মীরসরাই থানা থেকে তিনি মোবাইল টিম নিয়ে ঘটনাস্থল গিয়ে ঘটনার বিস্তারিত অবগত ও পর্যবেক্ষন করে সংশ্লিষ্ট কোস্ট গার্ড কমান্ডার কে বিষয়টি মোবাইলে অবগত করেন। মীরসরাই কোস্টগার্ড এ বিষয়ে কাজ করছেন মমে ও তির্নি জানান। ফায়াার সার্ভিসকে জানালে তাঁরা ও সকাল ঘটনাস্থলে পৌঁছান বলে ও জানানো হয়।।
এ দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘন্টা পার হতে চললে ও কিন্তু এখনো নিখোঁজ ৮ শ্রমিকের কোনে সন্ধান দিতে পারেননি সংশ্লিষ্ট প্রশাসন। জীবিত অথবা মৃত কাউকে-ই সাগর থেকে উদ্ধার করতে না পারায় নিখোঁজ শ্রমিকদের আথ¥ীয়-স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট প্রশাসন নামেমাত্র-ই বক্তব্য প্রদান করে যাচ্ছেন! কাজের কাজ তারা কিছু-ই করে দেখাতে পারেননি। নিখোঁজ শ্রমিকদের পরিবার-পরিজন অতি দ্রæততার মাঝে নিখোঁজ হওয়া সবার সন্ধান দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |