আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৭
বিশ্ববাংলার কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে ২৯শে অক্টোবর (শনিবার) গাজীপুর সদর উপজেলার নয়নপুরে পালন করা হবে বাংলা কবিতা দিবস। ৮ম বারের মতো গাজীপুর সদর উপজেলার কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দিনব্যাপী বইমেলা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে যথারীতি।
উল্লেখ্য বিভিন্ন ভাষার কবিতা দিবস পালিত হয় অনেক দেশে। তবে আমাদের বহু গর্বের, হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা কবিতার জন্য এমন কোনও আনুষ্ঠানিক দিবস ছিলো না। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ২০০৪ সালে এ দিবসের প্রবর্তন করার পর দেশের বিভিন্ন স্থানে এটি নিয়মিতভাবে পালিত হয়েছে। ২০১৭ সালের ৬ই এপ্রিল সাযযাদ কাদিরের প্রয়াণের পর ঢাকায় জাতীয় কবিতা পরিষদের অফিসকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রতিবছর কার্ত্তিক মাসের দ্বিতীয় শনিবার নয়নপুরে কবিতা দিবস পালনের সিদ্ধান্ত হয় ।
কবি সাযযাদ কাদির আমাদের ছেড়ে চলে গেছেন ২০১৭ সালের ৬ই এপ্রিল। তাঁর মৃত্যুর সাথে সাথে এ দিবসটিরও মৃত্যু চাই নি বলেই সে বছরের ২২শে সেপ্টেম্বর ২০১৭ সালের ২৭শে অক্টোবর কবি সাযযাদ কাদিরের পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের উপস্থিতিতে নয়নপুরে বাংলা কবিতা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও এ উপলক্ষে
বাঙালির ভিত দাঁড়িয়ে আছে সংস্কৃতির ওপর। আর এ সংস্কৃতির এক প্রধান স্তম্ভ সংগীত বা গীতিকবিতা। শ্রমিক থেকে ধর্মসাধক সবাই অবলম্বন করেছেন ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, মুরশিদি, মারফতি, কাওয়ালি, গজল প্রভৃতির মতো গীতিকবিতা। তাই বাংলার কবিতা ও গান বাঙালির প্রাণ। কবিতায় বাঙালি চেনে জানে বোঝে তার জগৎ ও জীবনকে। তাই কবিতা বাঙালিকে পরাধীনতার বিরুদ্ধে বিপ্লবে উদ্দীপ্ত করে, যোদ্ধাকে সাহস যোগায়, গৃহীকে প্রশান্তি দেয়। কবিতা দিবসের অঙ্গীকার তাই বাঙালি সংস্কৃতির মহিমা ও ঐশ্বর্যকে ঊর্ধ্বে তুলে ধরা এবং চেতনায় সঞ্চারিত করা। বাংলা ও বাঙালির সাধনা ও সিদ্ধির মহত্তম গর্ব ও গৌরবের ঐশ্বর্য তার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। এই বস্তুবিশ্বে এমন আত্মিক সম্পদের চর্চা বৃহত্তর জনসমাজের যোগদান ও পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়।
এ আসরে আপনার অংশগ্রহণ প্রীতি ও শুভেচ্ছা হিসেবে চিরদিন পাথেয় হয়ে থাকবে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চায় নিবেদিত সকল ভক্ত-অনুরাগীর।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |