আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৮
এম, এ কাশেম, চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় নিহত ৮ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ১লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃপক্ষ। আগামী দু’/একদিনের মধ্যে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের মাধ্যমে পরিবারগুলোর মাঝে ওই অর্থ তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার জুয়েল রানা। উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিলো। ওই রাতে ঝড়ের কবলে পড়ে সেখান থেকে ৮শ্রমিক নিখোঁজ হয়েছিলেন। এর পরদিন মঙ্গলবার দুপুর ২টা থেকে নিখোঁজ হওয়া শ্রমিকদের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ৬৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে একে একে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় নিহত শ্রমিকরা হলেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিছ মোল্লর পুত্র ড্রেজার চালক মোঃ ইমাম হোসেন মোল্লা (২৩), শাহীন মোল্লা (৩৭), আবদুল হক মোল্লার পুত্র মাহমুদ মোল্লা (২৩), পূর্ব জৈনকাঠি গ্রামের মৃত আবদুর রহমান ফকিরের পুত্র মোঃ জাহিদুল বারি (২৬) মৃত সেকেন্দার হাওলাদারের পুত্র আল আমিন হাওলাদার (২৪) ইউসুফ আলী হাওলাদারের পুত্রল বশর হাওলাদার (৩৬), নুরুল সরদারের পুত্র আলম সরদার (৩৯), রহমান খানের পুত্র তারেক মোল্লা (২১)। বঙ্গবন্ধু শিল্পনগরে বেপজার ভূমি উন্নয়ন কাজে নিয়োজিত খোকন কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার জুয়েল রানা ‘বিডি দিনকাল’ কে বলেন, আমরা বেপজার মূল ঠিকাদার। বঙ্গবন্ধু শিল্পনগরে তাদের ভূমি উন্নয়নের কাজ করছিলাম। আমাদের কোম্পানী সাব-ঠিকাদার হিসেবে ইকবাল হাজী ও মোহাম্মদ গাফফারকে বালু উত্তোলনের কাজ দেয়। গত কয়েকমাস ধরে তারা আমাদের বালু সরবরাহ করে আসছিলো। গত সোমবার রাতে সাগরে ড্রেজারডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়। তিনি আর ও বলেন, শ্রমিকরা নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযান থেকে শুরু করে এ্যাম্বুলেন্স, ফ্রিজিং গাড়ি, লাশ বাড়ি পাঠানো সহ সব খরচ আমাদের কোম্পানী বহন করেছে। কোম্পানী নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে একলাখ টাকা করে অনুদান দেবেন। আগামী দু’/একদিনের মধ্যে অনুদানের টাকা মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)’র মাধ্যমে পৌছে দেয়া হবে নিহত শ্রমিক পরিবার গুলোর কাছে। এ প্রসঙ্গে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর থেকে লাশগুলো উদ্ধার হওয়া পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোষ্টগার্ড ও স্থানীয় জনসাধারণের আপ্রাণ প্রচেষ্টায় লাশগুলো উদ্ধার সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সর্বশেষ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে তারা নিহত শ্রমিকের প্রতি পরিবারকে ২০ থেকে ২৫ হাজার টাকা অনুদান দিতে পারেন। এছাড়া ঠিকদারী প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন প্রতি পরিবারকে ১কলাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ও ঘোষণা দিয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |