আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১১
ঢাকা : রাজধানীর সবুজবাগ থানা এলাকার নন্দীপাড়ায় জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে চোর। এ ঘটনায় মনির (৩০) নামের সেই চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদ সংলগ্ন সাত তলা বাড়ির চার তলায় ঘটেছে এ ঘটনা।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ওই নারী তার স্বামী এবং এক সন্তানসহ ভবনটির চার তলায় থাকতেন। রাত আনুমানিক রাত ৯টার দিকে মনির নামের ওই চোর তাদের ঘরে প্রবেশ করেছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরের উপস্থিতি টের পাওয়ায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে চাপাতি দিয়ে আঘাত করে চোর মনির। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বাসার ছাদে গিয়ে লুকিয়ে থাকা চোর মনিরকে আটক করেছে পুলিশ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি মাহবুব আলম।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |