আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১০
কামরুল হাসান বাবলু :রাজধানীর ঢাকা বিমান বন্দর থানার রেল স্টেশন সংলগ্ন ঈশান কলোনি এলাকা থেকে ৩০ অক্টবর রবিবার ৩৭০ পিস্ ইয়াবা সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ ।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো:আশরাফুল কুদ্দুস ,পিতা(মৃত) বাহার আলী মিয়া ,গ্রাম ঘোড়া কান্দা,থানা ভৈরব ,কিশোরগঞ্জ ।
এক গোপন তথ্যের ভিত্তিতে এ এস আই মিকাই মোল্লার নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস্ ইয়াবা সহ মাদক কারবারীকে গ্রেফতার করে বিমান বন্দর থানা পুলিশ ।কালো পলিথিন মোড়ানো দুইটি প্যাকেটের একটিতে ২০০ পিস আর অন্যটিতে ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে যায়যায়দিনকে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া এ এস আই মিকাই মোল্লা ।অভিযানে এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এস আই লিহারুল ইসলাম ,এ এস আই সাইদুর রহমান সহ একদল সঙ্গীয় ফোর্স ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্দে বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।.রুজুকৃত মামলা নাম্বার ৪০/১০/২০২২ ইং । গ্রেফতারকৃত মাদক কারবারি আশরাফুল কুদ্দুসকে আজ ৩১ অক্টবর সোমবার কোর্টে পাঠানো হচ্ছে বলে যায়যায়দিনকে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা শেখ রুবেল ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |