আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০২
কামরুল হাসান বাবলু :দক্ষিণখান থানার ফায়দাবাদ গোয়ালটেক জামে মসজিদ রোডস্থ একটি বাসা থেকে ৬লক্ষ টাকা মূল্যের ২০০০ পিস্ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কার্বারীকেগ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন –(১) মো আব্দুর রহিম ওরপে রহিম সরকার (১৮),পিতা-মো: মানিক সরকার ,গ্রাম-গোঠাইল,থানা-ইসলামপুর ,জেলা জামালপুর।(২)- মো:রিয়াদ হোসেন (১৮), পিতা- আক্তার হোসেন ,১ হারবাইদ,নন্দী বাড়ি,পূর্ব পাড়া ,থানা-পুবাইল , গাজীপুর জেলা ।প্রথ আসামি দক্ষিণখানের ফায়দাবাদ গোয়ালটেক এর আলম হাউজের ভাড়াটিয়া ।
দক্ষিণ খান থানার এসআই আসাদুজ্জামান-৩ সঙ্গীয় অফিসার এএসআই মালেকসহ দিবাকালীন হোন্ডা মোবাইল -৯৪ ডিউটি করাকালীন এক গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক কার্বারিদেরকে ফায়দাবাদ গোয়ালটেক জামে মসজিদ রোডস্থ শহিদুল আলমের বাসা নং ৯২/১/ক (আলম হাউজ) এর নিচ তলা হইতে ২০০০(দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ গ্রেফতার করে ।এরা এলাকার চিহ্নিত মাদক কারবারি ।মাদকের বাজার মূল্য ৬ লক্ষ টাকা ।
আসামি রহিম সরকারের কাছ থেকে ১৮০০ পিস্ ও রিয়াদ হোসেনের কাছ থেকে উদ্ধার করা ওই ২০০ টি ইয়াবা ট্যাবলেট ।ধৃত আসামি উভয়েই এলাকার পেশাদার মাদক ব্যবসাই বলে জানিয়েছেন তদন্তকরি কর্মকর্তা এস আই (নি:)আসাদুজ্জামান । ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ক ধারা আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলে যায়যায়দিনকে নিশ্চিত করেছেন এই তদন্তকারী কর্মকর্তা ।
এদিকে ওসি মামুনুর রহমান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে থানার ফোর্স সার্বক্ষণিক সতর্ক রয়েছে । এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে ২৪ ঘন্টা ব্যাপী থানার টিম টহলে থাকে।সন্ত্রাস,মাদক মুক্ত দক্ষিণ খানা এলাকা হবে ।এই থানা এলাকায় কোনো সন্ত্রাসী,মাদক কারবারিদের স্থান হবে না বলে জানিয়েছেন ওসি মামুনুর রহমান ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |