আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩২
বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন ০৭ মার্চ ২০২৫ তারিখে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি সদর দপ্তরে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অসাধারণ বৈঠকে যোগদানের লক্ষ্যে জেদ্দা সফর করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চ ২০২৫ তারিখে জেদ্দায় কুয়েতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল-ইয়াহিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উল্লেখ্য যে, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক জোরদারকরণসহ বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, কর্মসংস্থান, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত নতুন পথ অন্বেষণের উপর আলোকপাত করা হয়। বৈঠককালে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ন্যায্য খরচে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা প্রদানের নিমিত্তে একটি মেডিকেল সিটি প্রতিষ্ঠা তথা স্বাস্থ্যসেবা খাতে কুয়েতি বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও, তিনি সৌদি আরবের প্রস্তাবিত মূল্যের অনুরূপ সরকারীভাবে (জি২জি ভিত্তিতে) কুয়েত থেকে তেল আমদানি করার জন্য বাংলাদেশ সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন ও আধুনিকীকরণে কুয়েতের বিনিয়োগ কামনা করেন।
কুয়েতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতকালে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ‘লা মানা’ প্রথা বাতিলের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া এর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা। এছাড়াও তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিরতিতে ‘ফরেন অফিস কন্সাল্টেশন’ এবং ‘যৌথ কমিশন সভা’ আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁরা পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চ-পর্যায়ের সফর বিনিময় বৃদ্ধির উপরও জোর দেন।
বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং কুয়েতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উভয়েই অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের উপর নির্মিত বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এই সাক্ষাতের ইতিবাচক ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষে তাঁরা দুই দেশের শান্তি, সমৃদ্ধি এবং পারস্পরিক উন্নয়নের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |