- প্রচ্ছদ
- রংপুর
- কুড়িগ্রামের জাতীয় সমবায় দিবস পালিত
কুড়িগ্রামের জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি # গতকাল শনিবার জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে নানাবিধ কর্মসূচি পালন করা হয়। দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বেশ কিছু পয়েন্ট প্রদক্ষিণ করে। র্যালি শেষে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম বলেন, “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই মূলনীতি নিয়ে প্রান্তীয় জনগণের দারিদ্র্য লাঘবে সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে কুড়িগ্রামে সমবায় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ মিনহাজুল ইসলাম। বক্তৃতা রাখেন পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা সমবায় অফিসার। আলোচনা শেষে জেলার নিবন্ধিত সমবায়গুলোর মধ্য হতে শ্রেষ্ঠ সমবায়সমূহকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
Please follow and like us:
20 20