আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৫
বিডি দিনকাল ডেস্ক : ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ওপেনার আলেক্স হেলস ও জস বাটলার মিলিয়েই উড়িয়ে দিয়েছেন ভারতকে। রেকর্ড ১৭০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন তারা। ১৬৯ রানের লক্ষ্যটা ২৪ বল হাতে রেখে টপকে যায় ইংল্যান্ড। ১৩ই নভেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
অধিনায়ক বাটলার ৪৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় করেছেন ৮০ রান। আর হেলসের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৮৬ রান।
অ্যাডিলেডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংস ও বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত।
শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় রোহিত শর্মারা। ৫ রানে ক্রিস ওকসের উইকেটে পরিণত হন কেএল রাহুল। আরেক ওপেনার রোহিত শর্মা ২৮ বলে ২৭ রান করেন। সুবিধা করতে পারেননি সূর্য কুমার যাদব।
১০ বলে ১৪ রান করে ফেরেন ভারতীয় এই হার্ডহিটার। এরপর বিরাট কোহলির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। কোহলি ৪০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন। পান্ডিয়া ৩৩ বলের ঝড়ো ইনিংসে ৬৩ রান করেন। ঝড়ো ইনিংসটি ৪ চার ও ৫ ছক্কায় সাজান ভারতীয় অলরাউন্ডার। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |