আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১২
একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। ব্রিল এমবোলো জন্মেছেন ক্যামেরুনে। কিন্তু খেলছেন সুইজারল্যান্ডের জার্সিতে। আজ বিশ্বকাপে জন্মভূমির বিপক্ষে নেমে করলেন এক গোল। তার গোলেই ক্যামেরুনকে ১-০তে হারালো সুইজারল্যান্ড।
আল জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধে ছিল গোলশূন্য সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবোলো। ৪৮তম মিনিটে ডিবক্সে জেরদান শাকিরি ক্রস থেকে ক্যামেরুনের জালে বল পাঠান তিনি। এ নিয়ে টানা তিন প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল পেলেন এমবোলো। তবে ক্যামেরুনের বিপক্ষে গোলটি তিনি উদযাপন করেননি।
১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখলো সুইজারল্যান্ড (৩ জয়, ৩ ড্র)। অন্যদিকে, ক্যামেরুন বিশ্বকাপে টানা ৮ হার দেখেছে।
তাদের চেয়ে বেশি হার আছে কেবল মেক্সিকোর (টানা ৯টি)।
যদিও খারাপ খেলেনি আফ্রিকান দলটি। সুইজারল্যান্ডের চেয়ে বেশি শট নেয় তারা। ৮ শটের ৫টিই ছিল অনটার্গেটে। অন্যদিকে সুইজারল্যান্ডের ৭ শটের তিনটি লক্ষ্যে থেকেছে। সুইজারল্যান্ডের একাদশে সেরা রেটিং পাওয়া খেলোয়াড় গোলরক্ষক ইয়ান সোমার। বক্স থেকে ৫টি সেভ করেছেন তিনি। পাস একুরেসিও ছিল ৮৯%।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |