আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০২
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত মিয়াকে আটকে রেখে মারধর ও বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে একটি চক্র। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ৩০ হাজার টাকা।
গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। গত সোমবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, অধহৃত শান্ত মিয়া সোমবার রাতে নরসিংহপুরের স্টক লডের একটি গোডাউনে মালামাল দেখে ফিরছিলেন। এ সময় ৫-৬ জন যুবক তার পথরোধ করার চেষ্টা করে। সে দৌড় দিলে যুবকরাও তার পিছু নেয়। পরে বাসে উঠলে তাকে চোর অপবাদ দিয়ে কৌশলে বাস থেকে টেনে নামায়। এরপর জামগড়া রূপায়ন সিটির কাঁশবনের জঙ্গলে নিয়ে তারা তাকে মারধর করে এবং গলায় ছুরি ধরে তার কাছে থাকা টাকা লুটে নেয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি দিয়ে চাপা দেয়। তারা তার মোবাইল থেকে বাড়িতে ফোন দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের ভয়ে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠানো হয়। তাদের চাহিদামতো টাকা না দেওয়ায় আবারও তাকে মারধর করে এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে ছেড়ে দেয়। অপহৃত শান্ত মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে থাকেন। এ ঘটনায় অপহরনকারী মোখলেছুর রহমান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতে পরিচয় পাওয়া গেছে, সে নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামি মোখলেছুর রহমানকে মঙ্গলবার সকালে জামগড়া এলাকার তার স্ত্রীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সহযোগী অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |