আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৫
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগের সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দলটির জেলা কমিটির দলীয় সভায় গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। যার প্রেক্ষিতে জেলা কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ করেন। পরবর্তীতে তিনি কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল করলে তা সন্তোষজনক না হওয়ায় সত্যতা যাচাই করতে জেলা কমিটির পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্টে তার বিরুদ্ধে আনীত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সভায় তাকে দলের যুগ্ম সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে দল থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য ঢাকায় কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অবসর চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় শুক্রবার জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশও পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |