আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৯
আগামী দিনে ‘ক্ষমতাসীনদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’ বলে ঘোষণা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। গত ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশস্থল নিয়ে দলটির সঙ্গে টানাপোড়েনের মধ্যে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে নেতাকর্মীদের ওপর হামলা করে পুলিশ। কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপি কর্মীদের ওপর পুলিশের গুলিতে একজন নিহত এবং বহু আহত হয়। ওই সময়ে চারদিন দলীয় কার্যালয় পুলিশ বন্ধ করে রেখেছিলো। এসব ঘটনাবলীর পর মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে বিএনপির এটি প্রথম সমাবেশ। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে এই সমাবেশে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়। চারটি ট্রাক একসঙ্গে করে অস্থায়ী মঞ্চ তৈরি করে এই সমাবেশটি হয় ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের উদ্যোগে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ নয়াপল্টনের ঘটনায় আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে এই প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন পার্টি অফিসের সামনে। বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ সকল গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিংগেল-ফকিরাপুলের মোড় বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনীকে কঠোর অবস্থায় দেখা গেছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের টার্গেট এই সরকারের পতন। তাদের পতন ঘটিয়ে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি এবং নেতৃবৃন্দকে মুক্ত করতে আমাদের কাছে আর কোনো বিকল্প নাই। আমরা বলতে চাই, আগামী দিনে আমরা তাদের (ক্ষমতাসীনদের) রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সালা হবে রাজপথে এবং এই রাজপথে ফয়সালা করার জন্য ব্যর্থ-ফ্যাসিবাদ-স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আপনারা সকলে রাজপথে প্রস্তুতি গ্রহণ করুন। এছাড়া কোনো বিকল্প নাই।
কিভাবে মোকাবিলা করা হবে তার ব্যাখ্যা দিতে গিয়ে খন্দকার মোশাররফ বলেন, অনেকে বলেন, আপনারা কি করবেন? আওয়ামী লীগের হাতে পুলিশ আছে, আওয়ামী লীগের হাতে প্রশাসন আছে। আমি বলতে চাই- এদেশেও এই ধরনের স্বৈরাচার অতীতে ছিলো। এরশাদ স্বৈরাচারকে এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে, পাকিস্তানের সময় আইয়ুব খানকে বিদায় করেছে। আপনারা কয়েকমাস আগে দেখেছেন, শ্রীলংকায় সেই রাজাপাকসের ভাইদেরকে জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করে তাদের বিদায় করেছে। তাই আমরা বলতে চাই, জনগণ প্রস্তুত।
জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রশাসনের যারা কাজ করেন, আমাদের পুলিশ বাহিনীকে বলতে চাই-আপনারা জনগণের শত্রু নন, আপনারা জনগণের অংশ, আপনারা জনগণের পক্ষ। আপনারা শপথ নিয়েছেন দেশের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। আপনারা যারা প্রশাসনে আছেন, আপনারা যারা পুলিশ বিভাগে আছেন- দয়া করে জনগণের পাশে অবস্থান গ্রহণ করুন। সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে। সরকার চলে যাবে। কিন্তু আপনারা এদেশের সন্তান, আপনারা সরকারের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারী, আপনারা থাকবেন, আপনাদের সাথে জনগণের যুদ্ধ নাই।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের রাজনীতি আমরা করি। আপনারাদের সাথে আমাদের শত্রুতা নেই। আপনারা কোনো দলের কর্মকর্তা-কর্মচারী নন। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। আপনারা শপথ নিয়েছেন এদেশের জনগণের স্বার্থে আপনারা কাজ করবেন। আপনারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কারো নন, আর রাজনৈতিকভাবে আপনারা কারো সেবাদাসও নন। আপনারা জনগণের সেবক।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ৭ ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় কার্যালয় তছনছ করে বর্বরতা চালানো হয়েছে। লন্ডভন্ড করেছে। সেখান থেকে সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। কম্পিউটার ভেঙে ফেলছে। যার লক্ষ্য ছিল ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ পন্ড করা। একইভাবে তারা বিভিন্ন বিভাগের গণসমাবেশ পন্ড করতে পরিবহন ধর্মঘট ও হামলা চালিয়ে গ্রেফতার করেছিল। তবুও আমাদের গণসমাবেশ ঠেকাতে পারেনি। বরং জনসমুদ্রে পরিণত হয়েছিল।
তিনি বলেন, সরকার ভেবেছিল আমাদের মহাসচিবসহ সিনিয়র নেতাদের গ্রেফতার করে সমাবেশ পন্ড করবে। কিন্তু সেটা করতে পারেনি। সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ভোটাধিকার হরণ করেছে। গণতন্ত্র হত্যা করে দিনের ভোট রাতেই ডাকাতি করে অবৈধভাবে সংসদ গঠন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ অর্থনীতি ধ্বংস করেছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। বিদ্যুৎ খাতে লুটপাট করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছে। ব্যাংকগুলো লুট করা হচ্ছে। মানুষ আরো গরিব হচ্ছে। তারা ঠিকমতো খেতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, বানোয়াট মামলায় ফরমায়েশী রায় দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে। তেমনিভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের ক্ষমতার জন্য ব্যবহার করছে। আওয়ামী লীগ এতো নির্যাতন করেও বিএনপি দুর্বল করতে পারেনি। যার প্রমাণ বিএনপির বিভাগীয় গণসমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ। জনগণ পরিষ্কার বার্তা দিয়েছে এই সরকারকে তারা চায় না। সেই লক্ষ্যে আমরা যুগপৎ আন্দোলন গড়ে তুলতে ১০ দফা দাবি ঘোষণা করেছি।
তিনি বলেন, গোটা বিশ্বের নেতারা বলছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই এই সরকারকে পতন ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে।
স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের নির্যাতনে বিএনপি দুর্বল হয়নি। এ সরকারকে সরানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ৭ ডিসেম্বর সমাবেশ পন্ড করতে সরকার পাগল হয়ে গিয়েছিল। এর ফলে তারা মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে। কিন্তু কোনো লাভ হয়নি। সমাবেশ হয়েছে। সফল হয়েছে। আওয়ামী লীগ লগি-বৈঠার রাজনীতি করে। তারা বৈঠা দিয়ে মানুষ মেরেছে।
বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশিদের কাছে কে ধর্ণা দেন জানেন? আওয়ামী লীগ। তবে লাভ হবে না। আন্দোলন আরো কঠোর হবে। এ সরকারের পতন ঘটিয়ে ছাড়ব।
সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ মনে করেছে নেতাদের গ্রেফতার করে সমাবেশ বন্ধ করবে। সরকারকে বুঝতে হবে, বিএনপি ভেসে আসেনি। সমাবেশ হয়েছে। আওয়ামী লীগ সরকারে থেকে নির্বাচন করবে, সেই নির্বাচনে বিএনপি যাবে না। হতে দেবে না। জীবন দিতে রাজি আছি। তবুও হাসিনার অধীনে নির্বাচন হতে দিব না। সরকার কোনো দায়বদ্ধতা নেই, কারণ তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক আব্দুল বারী ড্যানী, নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী খান লেলিন, ফোরকান ই আলমসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |