আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২৩
বিডি দিনকাল ডেস্ক :-রাজধানী ঢাকার অত্তান্ত গুরিত্বপূর্ণ এলাকা বৃহত্তর উত্তরা । সংসদীয় আসন ১৮ । ৭ টি থানা নিয়ে এই আসনটি ।এখেনে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ২০২১ সালে গঠিত হয়েছে উত্তরা প্রেস ক্লাব ।সেই সময় ৭৭ জন ভোটারের ভোটের মধ্যে দিয়ে একটি কমিটি গঠন হয় । সেই থেকে সাংগঠনিক ভাবে পথ চলা শুরু এই ক্লাবটির ।
এদিকে আগের ৭৭ জন ভোটারের সাথে এবার আরো ৩২ জনকে সংযুক্ত করা হলো । মোট ভোটারের সংখ্যা হলো ১০৯ জন।এই ভোটাররাই আসছে আগামী ৩০ ডিসেম্বর ২০২২ ইং তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করে নেতা নির্বাচন করবেন ।
১- সভাপতি পদে ব্যালট নং ১ নিয়ে যুগান্তর এর সিটি প্রতিনিধি মানিক খান , ২ নং ব্যালটে উত্তরা বাণীর শেখ জুয়েল আনন্দ , ৩ নং ব্যালটে মানব কণ্ঠের প্রতিনিধি রাসেল খান ও ৪ নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিদিনের সংবাদ এর বদরুল আলম মজুমদার ।
২-সহঃসভাপতি পদে ব্যালট ১ নং নিয়ে নওরোজ এর রিপন মিয়া এবং ২ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বার্তার মো:মিজানুর রহমান ।
৩-সাধারণ সম্পাদক পদে ব্যালট নং ১ নিয়ে বিজয় টিভির আলাউদ্দিন আল আজাদ ,২ নং ব্যালটে ইনকিলাব এর মাসুদ ফারভেজ , ৩ নং ব্যালটে আমার বার্তার শুকতারা ইসলাম ঐশী এবং ৪ নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগান্তরের মো: দেলোয়ার হোসেন ।
৪-যুগ্ম সম্পাদক পদে ১ নং ব্যালট নিয়ে যুগান্তরের আবু বক্কর সুমন এবং ২ নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন বার্তার এম এ এহসান মাহাতাব ফারাহী ।
৫-সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন ইত্তেফাকের মো:জাহাঙ্গীর কবির ।
৬-দপ্তর সম্পাদক পদে ১ নং ব্যালট নিয়ে এই বাংলার জুবায়ের হোসেন এবং ২ নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈশাখী টিভির এম এ হামিম ।
৭-কোষাদক্ষ পদে ১ নং ব্যালটে মাই টিভির মো:শাহজালাল জুয়েল এবং ২ নং ব্যালটে প্রতিদ্বদ্বিতা করছেন সংবাদ দিগন্তের শাকিবুল হাসান ।
৮-ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ নং ব্যালটে এমটিভি/ এই বাংলার আব্দুল মান্নান ও ২ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এশিয়ান টিভির মো:হানিফ ।
৯-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ নং ব্যালটে শীর্ষ খবর এর ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব এবং ২ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোকিত প্রতিদিনের সৈয়দ ইদ্রিস আলী ।
১০-মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ নং ব্যালটে মাই টিভির মাহমুদা আক্তার পুষন, ২ নং ব্যালটে মুক্ত খবর এর শিমুলী আক্তার( নীলু ), ৩ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন সময়ের লোপা দাশ।
১১- কার্য্য নির্বাহী সদস্য পদে ১ নং ব্যালটে ক্রাইম প্যাট্রোল এর ডি এম সাহিন সোহেল , ২নং ব্যালটে কাগজের সংখ্যার মো: জসিম হোসেন নীরব ,৩ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীন সংবাদের মো:মাহমুদুর রহমান মনির ।
সকল প্রার্থী গতকাল নির্বাচন কমিশন কর্তৃক ব্যালট নাম্বার পাওয়ার পর থেকেই তাদের তৎপরতা শুরু করেছেন । যার যার অবস্থান থেকে সেই সেই প্রার্থী জয়ী হওয়ার আসা প্রকাশ করেছেন । অনেকে ভোটারদের কাছে গিয়ে ক্লাবের উন্নয়নে নানা ধরণের প্রতিশ্রুতি দিচ্ছেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |