- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে পুলিশের পৃথক অভিযানে অস্ত্রমামলার সাজাপ্রাপ্ত আসামি ও গাঁজাসহ গ্রেফতার ২
নড়াইলে পুলিশের পৃথক অভিযানে অস্ত্রমামলার সাজাপ্রাপ্ত আসামি ও গাঁজাসহ গ্রেফতার ২
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলে পুলিশের পৃথক অভিযানে অস্ত্রমামলার সাজাপ্রাপ্ত আসামি ও গাঁজাসহ দুই জন গ্রেফতার। অস্ত্রমামলার সাজাপ্রাপ্ত আসামি আক্তারুজ্জামান বাবুল ওরফে (কোবরা বাবুল) (৫০) ৭টি ওয়ারেন্ট ভুক্ত আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কোবরা বাবুল কে গ্রেফতার করেছে,নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অস্ত্রমামলার সাজাপ্রাপ্ত আসামি কোবরা বাবুল, নড়াইল সদর থানাধীন ভওয়াখালি গ্রামের মৃত-লাল মিয়া বিশ্বাসের ছেলে। কোবরা বাবুল অস্ত্র মামলাসহ একাধিক ৭টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে সাংবাদিকদের জানান,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মাহমুদুর রহমান। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মাহামুদুর রহমানের তত্ত্বাবধানে (১৭ ডিসেম্বর) শনিবার রাতে এসআই (নি:) আমির হোসেন ও সঙ্গীয় এএসআই (নি:) আনিস এবং রহমানসহ খুলনা জেলার হরিণটানা থানা,কেএমপি,খুলনা থেকে চিন্হিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রমামলার সাজাপ্রাপ্ত আসামি আক্তারুজ্জামান বাবুল ওরফে (কোবরা বাবুল) কে গ্রেফতার করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুনের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ সর্বদা সব সময় আইন-শৃঙ্খলায় নিয়োজিত রয়েছে এবং নড়াইল জেলা আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। অপরদিকে
(১৭ ডিসেম্বর) শনিবার মধ্য রাতে ডিবি পুলিশের এসআই (নি:) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মুলশ্রী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নয়নকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল জেলার নড়াগাতি থানাধীন বাগুডাঙ্গা গ্রামের মো: আলম শেখের ছেলে মো:নয়ন শেখ (২৪) মাদক ব্যবসা করে আসছে,এমন সংবাদ পেয়ে তাৎখণিক সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী নয়নকে ৩৫০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করে। ডিবি পুলিশের এসআই অপু মিত্র আরো জানান, পুলিশ সুপার নির্দেশনায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Please follow and like us:
20 20