- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রামে নির্মাণ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত।
কুড়িগ্রামে নির্মাণ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত।
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আদর্শ পৌর বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে ২৫ ডিসেম্বর রোববার দিনব্যাপী ইমারত নির্মাণ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাইট সেভার্স এর সহযোগিতায় জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা বিতরণ ক্যাম্পের কার্যক্রম বাস্তবায়ন করে। এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের মেডিকেল অফিসার ডাঃ আসাদুল হক কাজল, সহকারি প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, রিফ্রাকসনিস্ট প্রহেলিকা চৌধুরী, প্যাথলজিস্ট মোস্তফা নাজমুল রাব্বি, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এরশাদুল হক, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। চক্ষু সেবা ক্যাম্পে আগত ১৫০ জন রোগীর চক্ষু সেবা দেয়া হয়। ৭০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ৫০ জন চক্ষু রুগীর মাঝে চোখের ড্রপ বিতরণ করা হয়।
Please follow and like us:
20 20