আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৯
বিডি দিনকাল ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুর রহমান খান গত রাত ২:৩০ মিনিটে লিভারের জটির রোগে আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিনিয়র সাংবাদিক আব্দুর রহমানের মৃত্যুতে বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র শোকবার্তায় বলা হয় “সাংবাদিক আব্দুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, বৈশাখী টিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বিএনপি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তুপ্ত পরিবারবর্গ, এলাকাবাসী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আল্লাহ রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাত নসিব করেন।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ।
আবদুর রহমান খানের জন্ম ১৯৫২ সালের ৩০ নভেম্বর বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী খান ভাই ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর প্রধান প্রতিবেদক ছিলেন।
বিগত বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেসক্লাবে কবিদের সংগঠন ‘কবিতাপত্র’র সভাপতি ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |