আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৯
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃমহাকালের আবর্তে আরও একটি বছরকে পেছনে ফেলে শুরু হলো নতুন ইংরেজি বছর২০২৩।
>>
>> সময়ের পার্থক্যভেদে রাত ১২টা ১ মিনিটে ক্যালেন্ডারের পাতা উল্টে সারাবিশ্বের মানুষ উৎসব আর আনন্দে বরণ করে নিল ২০২৩ সালকে। সময় একটি বহমান প্রক্রিয়া। আমাদের প্রয়োজনে আমরা সময়কে নিজেদের মতো বিভাজন করে নিই। ব্যক্তি থেকে শুরু করে সমাজ, বিশেষ করে সভ্যতার বিশেষ মোড়ে মোড়ে আমরা মানবগোষ্ঠী নিজেদের সময়কে বিভাজন করে নিয়েছি। তখন থেকেই সময় গণনার শুরু হয়েছে।১লা জানুয়ারি থেকেই ইংরেজি নববর্ষ অথবা নববর্ষ চালু হয়েছে। এখন আমরা সরকারিভাবে আমাদের বর্ষপুঞ্জি ইংরেজি হিসেবেই অনুসরণ করে থাকি। যদিও বাংলা নববর্ষ অর্থাৎ উৎসবের আনন্দ আমরা অনুভব ও উপভোগ করি বাংলা নববর্ষের দিনেই। পহেলা বৈশাখ শুরু হয় সূর্যোদয় থেকে এবং ইংরেজি নববর্ষ শুরু হয় মধ্যরাত থেকেই।আমরা জানি যে, বহমান সময়কে বিচ্ছিন্ন করা যায় না। যেভাবে নদীর পানিকে বিচ্ছিন্ন করা যায় না। মানুষের প্রয়োজনেই মানুষকে কাজ করতে হয়। সময় অনন্ত কিন্তু মানুষ জীবন সময়ের বাধা ধরা নিয়মে চলে। যেমন কারও জীবন একশ বছর কারও পঞ্চাশ বছর কারও ষাট বছর । তাহলে জীবনটি আসলে কী? এটি একটি বহমান মানব চক্র।নববর্ষ এসেছে। আমরা এই নববর্ষকে মানবতা ও সাম্যতা দুটিকে একসঙ্গে মিলিয়েই উদযাপন করছি। নববর্ষ ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ্, সমাজ থেকে জাতিসহ সারা পৃথিবী এই পহেলা জানুয়ারিতে নববর্ষ উদযাপন করছি। এর মাধ্যমেই মানব জাতির যে অগ্রগমন সেটি আরও প্রসারিত হবে এবং পৃথিবীতে শান্তি আসবে এটিই কামনা করি। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে আলোচিত-সমালোচিত ২০২২ বিদায় নিল।কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে শান্তি আছে এটি বলা যাবে না। প্রতিবেশি রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, মানুষের ভেতর প্রাধান্য বিস্তারের অহমিকা অনেকগুণ বেড়ে গেছে।একইসঙ্গে যে কোভিডসময় আমরা পার হয়েছিলাম, সেই কোভিডের প্রকোপ আবারও বেড়ে গেছে। আমরা তারই পদচারণা আবার দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও আমরা সবকিছুকে জয় করে মানবজাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ও মানবজাতির জন্য একটি উন্নত পথরেখা ।গ্রেগরিয়ান পঞ্জিকা অনুযায়ী ইংরেজি নববর্ষের প্রথম দিন আজ। ২০২৩ সালের প্রথম দিন। নতুন বছরটি যেন প্রতিটি মানুষের মন থেকে সব গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। গত বছরের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের ।আগামী আসুক পুষ্পশোভিত হয়ে। প্রজ্বলিত সূর্যের আলোকচ্ছটায় আলোকিত হোক বিশ্ব। বিশ্বের যাবতীয় মানুষের কল্যাণ হোক।বিদায় ২০২২, স্বাগত ২০২৩।
>>
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |